"মনে পড়ে তোমার সেসব দিনের কথা ?"
হঠাৎ ই একদিন দেখা,
অজানা সবার মাঝে তোমার দিকে তাকিয়ে থাকা।
লুকিয়ে থাকা তোমার সেই মুখ খুঁজে দেখা
"আচ্ছা মনে পড়ে তোমার সেসব দিনের কথা?"
শুরু হলো চোখে চোখ রাখা,
জানিনা সে সময় তোমার মনে
আমাকে নিয়ে ছিল কী ছবির আঁকা।
তোমার কি মনে আছে সেসব দিনের কথা
আমার মনের ডাইরিতে সেসব এখনো আছে গাঁথা।
ওইযে আমাদের প্রথম দেখা, প্রথম চোখে চোখ রাখা,
প্রথম কথা, প্রথম দুজনে দুজনের সাথে হাঁটা,
প্রথম হতে হাত রাখা।
তোমার কি মনে নেই সে শেষ দেখা,
একে অপরের অপেক্ষায় বসে থাকা।
"মনে পরে কী সেসব দিনের কথা?"
মনে হলো আমিও পেয়ে গেছি সব, আমারও এসেছে সময়
বুঝলাম আমারই দোষ,
সেসব তো ছিল তোমার অভীনয়।
বেশ তো ছিল দিনগুলো কিছু হবে হবে ভাব,
কিন্তু চেষ্টা করেও হল না কিছু
রয়ে গেল কিছুর অভাব।।।
Written By: Subhojit Biswas
Voice: Gargi Chatterjee
Audio & Video Editing: Nanda D'Das
Follow Us:
Facebook: https://www.facebook.com/thecoretales
Instagram: https://www.instagram.com/thecoretales
Website: https://www.thecoretales.com
Write To Us: thecoretales@gmail.com
Comentarios